Posts
ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুর তারিখ পরিবর্তন!
- Get link
- Other Apps
২০২০ সালের দ্বিতীয় পর্বের ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুর তারিখ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে পরিবর্তিত হয়ে ২০ এপ্রিল হতে ২৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। এখানে উল্লেখ থাকে যে এই তারিখগুলোর মধ্যে ছুটির দিন হলে সেদিন বন্ধ থাকবে। উল্লিখিত তারিখ সমুহ শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং ক্যাটেগরীর জন্য প্রযোজ্য।
- Get link
- Other Apps
জরুরি নোটিশ: সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) এর আওতায় এইচআরডি কোরিয়ার জব রোস্টারে অন্তভুর্ক্ত বৈধ প্রার্থীদের তথ্য হালনাগাদ করতে হবে বিধায় নিম্নবর্ণিত তথ্য পূরণ করে এমএস ওয়ার্ড ফরমেট এ সফটকপি আগামী ২৬ অক্টোবর ২০১৬ খ্রি: তারিখ এর মধ্যে বর্ণিত ইমেইল: boesleps@gmail.com এ প্রেরণ করার জন্য অনুরোধ করা হল। তবে ইমেইল প্রেরণের সময় অবশ্যই Subject এ ইপিএস টপিক ১৬ ডিজিট এর আইডি নং উল্লেখ করতে হবে। বি: দ্র: রোস্টারে অর্ন্তভুক্ত বৈধ প্রার্থীদের তথ্য হালনাগাদ এর জন্য কোন প্রার্থী ভুয়া/ভুল তথ্য প্রদান করলে তাঁর কোরিয়া গমন অনিশ্চিত হতে পারে। ভুয়া/ভুল ত প্রদানের জন্য কোন প্রার্থীর কোরিয়া গমন অনিশ্চিত হলে সেক্ষেত্রে বোয়েসেল এর কোন দায় দায়িত্ব থাকবে না। ইতোমধ্যে যারা উক্ত তথ্য হালনাগাদ করেছেন তাঁদের প্রেরণ করার প্রয়োজন নেই। (সংগৃহীত)